মেসির রেকর্ড গোলের রাতে পিএসজির বড় জয়

আগের সংবাদ

বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা

পরের সংবাদ

৬০ বছর পর নকিয়ার ব্র্যান্ডের লোগো পরিবর্তন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১০:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১০:৫৯ পূর্বাহ্ণ

পাল্টাচ্ছে ব্যবসার ধরন

নিজেদের বিজনেস মডেল পরিবর্তন আনছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। আর এ পরিবর্তনের শুরুতে ৬০ বছর পর নিজেদের ব্র্যান্ডের লোগোতে বদল ঘটিয়েছে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। নকিয়া নামের ইংরেজি বানান ‘Nokia’-তে থাকা পাঁচটি বর্ণেই পরিবর্তন আনা হয়েছে।

নকিয়ার ব্র্যান্ড রঙে পরিণত হওয়া ‘নীল’ রঙেও বাহারি রঙের আঁচড় পড়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নকিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩’ সামনে রেখে নকিয়া এ ঘোষণা দেয়।

নকিয়া বলছে, এত দিন ধরে প্রতিষ্ঠানটির যে মূল ব্যবসায়িক ধরন ‘বিটুসি’, অর্থাৎ বিজনেস টু কনজিউমার—তা থেকে পরিবর্তন করে ‘বিটুবি’ ধরন, অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে যাচ্ছে। তিনটি ধাপে নকিয়াকে একটি টেকসই ও লাভজনক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে।

নকিয়ার নতুনভাবে পথচলার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পেক্কা লান্ডমার্ক বলেন, উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা, ইন্ডাস্ট্রি এবং সামাজিক পরিবর্তনে ডিজিটালের ব্যাপক সম্ভাবনা দেখি। বাজারে থাকা আমাদের শীর্ষ নেটওয়ার্কিং প্রযুক্তি সব খাতের গ্রাহক ও পার্টনারদের এখন দরকার। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখি, সেখানে নেটওয়ার্ক শুধু মানুষকে সংযুক্ত করবে না; সেই নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের সুযোগও বাড়িয়ে দেবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়