কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

আগের সংবাদ

দেশে সারের কোন ঘাটতি নেই

পরের সংবাদ

স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইজুদ্দিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত সাইজুদ্দিন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মথরনাথ সরকার মামলার নথির বরাতে জানান, পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বিদেশ যান সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম। ২০০৯ সালে ছুটিতে এসে পুনরায় বিদেশ যেতে চাইলে স্বামীর সাথে ঝগড়া হয়। এরই জেরে ওই বছরের ২৮ মে রাতে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করেন সাইজুদ্দিন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম ২০০৯ সালের ২৯ মে তারিখে তার সৎ পিতা সাইজুদ্দিন মিয়াসহ চারজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।

তিনি আরো জানান, ২০০৯ সালের ৩ জুলাই তদন্ত শেষে সিংগাইর থানার তৎকালীন উপ-পরিদর্শক মামুন বাশার আদালতে চার্জশিট জমা দেন। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় সাইজুদ্দিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন বিচারক। বাকিদের এই মামলায় সংশ্লিষ্টতা না থাকায় খালাস দেয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন শিপরা রানী সরকার।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়