×

সারাদেশ

সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজে ছাত্রলীগের নবীন বরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২২ পিএম

সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজে ছাত্রলীগের নবীন বরণ

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার দেবহাটার সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) কলেজ ছাত্রলীগের আয়োজন ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি হাসিব আল ইফতি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সখিপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোল্যা সাবির আহম্মেদ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান তন্ময়, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নাসির তানভীর, দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হোসেন মিঠু, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লাহ কল্লোল, সাবেক দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিটন পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ করতে হলে ভালো শিক্ষার্থী হতে হবে। শুধু রাজনীতি করব পড়ালেখা করব না সেটি হবে না। ছাত্রলীগের সেই সোনালি অতীত ফিরিয়ে আনতে হবে। ভালো কাজ দেখে শিক্ষার্থীরা যাতে ছাত্রলীগে যোগ দেয় সেই কাজ করতে হবে। কোন অসৎ বা খারাপ কাজের সাথে কোন ছাত্রলীগের নেতাকর্মীরা না জড়ায় সেই নির্দেশ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App