×

খেলা

সবকিছুই স্বাভাবিক আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩ পিএম

সবকিছুই স্বাভাবিক আছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় খবর এখন সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে কথাটা স্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ড্রেসিং রুমকে ‘অস্বাস্থ্যকর’ বলেও মন্তব্য তিনি।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব নিয়ে রবিবার (২৬ ফেব্রুয়ারি) জানতে চাওয়া হলে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘সবকিছু স্বাভাবিক আছে...। ’

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেকদিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিং রুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে। ’

সাকিবের সঙ্গে তামিমের দূরত্বটা একরকম ‘ওপেন সিক্রেট’ ক্রিকেট পাড়ায়। তবে তা সবই মাঠের বাইরে, মাঠের ভেতর এরকম কোনো কিছু নেই বলে জানান তামিম। তিনি বলেন, ’আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি-সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। ’

‘আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক থাকে... আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয় সে করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই। ’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App