×

আন্তর্জাতিক

মণীশকে গ্রেপ্তার: মুখ খুললেন কেজরিওয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

মণীশকে গ্রেপ্তার: মুখ খুললেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই ইস্যুতে এবার মুখ খুললেন আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিসোদিয়ার গ্রেপ্তারের প্রতিবাদে জনগণ মাঠে নামবে এমন হুঁশিয়ারি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, ‘মণীশ সিসোদিয়া একজন একজন সচ্চরিত্রের লোক। নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। জনগণ সব দেখছেন। তারা সবই বোঝেন ও জানেন। তারা অবশ্যই সিসোদিয়ার গ্রেপ্তারের প্রতিবাদ করবেন। আর এ প্রতিবাদ আমাদের আন্দোলনকে আরো বেগবান করবে।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) টানা আট ঘণ্টা নাগাদ জিজ্ঞাসাবাদের পর মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। খবর এনডিটিভির।

আরো পড়ুন: ভবিষ্যদ্বাণী করে গ্রেপ্তার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ

ভারতীয় সময় সকাল ১০টার দিকে নিজ বাসা থেকে সিবিআই অফিসের দিকে রওনা হন মণীশ। এসময় ভবিদ্বাণী করে তিনি বলেন, ‘আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দিতে চান। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ ও বাড়িতে একা। তার যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা করো এবং তোমার মা-বাবার কথামতো চোলো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App