×

জাতীয়

চিকিৎসা নিয়ে ব্যবসা করতে আসা ঠিক নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ এএম

চিকিৎসা নিয়ে ব্যবসা করতে আসা ঠিক নয়

অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, সবকিছুর দাম বেড়েছে। তাই চিকিৎসকদের ফিও যে কিছুটা বাড়বে তা অনুমেয়। কিন্তু তা কতটা বেড়ে কত হয়েছে এটা দেখার বিষয়। আগের এবং বর্ধিত ফির শতকরা হিসাব করলে দেখা যায়, তা ১৭ থেকে ২০ শতাংশ বেড়েছে। যা অস্বাভাবিক। এই বাড়াটা যুক্তিসংগত হতে হবে। ৫ থেকে ১০ শতাংশ বাড়লে ঠিক ছিল।

সম্প্রতি ভোরের কাগজকে এসব কথা বলেন তিনি।

শিক্ষা এবং স্বাস্থ্যকে কখনোই লাভজনক ব্যবসা হিসেবে দেখা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা নিয়ে ব্যবসা করতে আসাটা যেমন উচিত নয় তেমনি ব্যবসা করতে দেয়াটাও উচিত নয়। গার্মেন্টস কারখানা খোলা আর শিক্ষা বা চিকিৎসাপ্রতিষ্ঠান খোলা এক বিষয় নয়। যারা মেডিকেল কলেজ বা হাসপাতাল করবেন তারা ব্যবসা করলেও তা যেন সহনীয় হয়। কিন্তু আমরা তাদের ব্যবসা করতে দিচ্ছি। যারা এই প্রতিষ্ঠানগুলো করেছেন তাদের উদ্দেশ্য ঠিকমতো বিচার করা যায়নি। বেসরকারি মেডিকেল কলেজগুলোকে সরকার তার নিয়মকানুনের মধ্যে রাখতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App