×

বিনোদন

‘আমি জ্যাকলিনকে রক্ষা করব’, আদালতে সুকেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৬ পিএম

‘আমি জ্যাকলিনকে রক্ষা করব’, আদালতে সুকেশ

ছবি: সংগৃহীত

‘আমি জ্যাকলিনকে রক্ষা করব’, আদালতে সুকেশ

আর্থিক প্রতারণার মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) হাজিরা দিয়েছেন সুকেশ। সেখানে এ কথা জানান তিনি।

সুকেশ আদালতকে বলেন, ‘জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি ওকে রক্ষা করার জন্য সব সময় আছি।’ এর আগে যখন দিল্লির একটি আদালত থেকে সুকেশকে বের করে নিয়ে যাচ্ছিলেন ইওডাব্লিউর কর্মকর্তারা, তখন সেখানে উপস্থিত এক সাংবাদিককে সুকেশ অনুরোধ জানিয়েছিলেন তার হয়ে জ্যাকলিনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে। এখানেই তার আর জ্যাকলিনের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সুকেশ। খবর ইন্ডিয়া টুডের।

জ্যাকলিনের দাবি সুকেশ তাকে ব্যবহার করেছেন। এ কথা জানার পর সুকেশ বলেন, ‘আমি তার সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই না। সে নিশ্চয়ই বলার কারণ পেয়েছে বলেই এ কথা বলেছে। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। যখন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তাকে রক্ষা করার চেষ্টা করেন।’

এর আগে সুকেশ সম্পর্কে পাতিয়ালা হাউস কোর্টে দেওয়া বিবৃতিতে জ্যাকলিন বলেছেন, ‘সুকেশ আমাকে বিভ্রান্ত করেছে, আমার ক্যারিয়ার নষ্ট করেছে।’ অভিনেত্রী জানিয়েছেন, সুকেশ তার সঙ্গে দেখা করেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে। জ্যাকলিনের মতে, ‘তখন মনেই হয়েছিল কেউ ফাঁকি দিচ্ছে। সুকেশ নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে জে. জয়ললিতা তার আত্মীয়। তিনি বলেছিলেন তিনি আমার একজন অনুরাগী এবং তার অনেকগুলো প্রকল্প রয়েছে। আমাদের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার চেষ্টা করা উচিত।’

জেল থেকে সুকেশের ফোন করার ব্যাপারে জ্যাকলিন জানিয়েছেন, ‘তিনি আমার শ্যুটিংয়ের আগে, সারাদিন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও ফোন করতেন। তিনি কখনো বলেননি যে জেল থেকে ফোন করছেন। আর ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড দেখেও আমার মনে হয়নি সেই ফোন জেল থেকে করা। পেছনে সোফা আর পর্দা দেখা যেত। নিজেকে পরিচয়ও দিয়েছিলেন শেখর হিসেবে। আমাকে শেখর ঠকিয়েছে। আমি যখন শেখরের বাস্তব জানতে পারি, তখনই জানতে পারি ওর আসল নাম সুকেশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App