×

সাহিত্য

অমর একুশে: নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১ পিএম

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, গতকাল মেলার ২৬তম দিনে নতুন বই এসেছে ১৫৫টি। এ পর্যন্ত মেলায় মোট নতুন বই এসেছে তিন হাজার ২৭৯টি।

এর মধ্যে কথা প্রকাশ এনেছে নাসির আলী মামুন সম্পাদিত ‘এসএম সুলতান জীবন দর্শন ও শিল্প’ আগামী প্রকাশনী এনেছে সাইমন জাকারিয়ার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন তথ্য নতুন পর্যবেক্ষণ’ বাহালুল মজনুর ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রত্যাশা ও প্রাপ্তি’, জোনাকি প্রকাশনী এনেছে শামসুজ্জামান শামসের ‘পেলে ম্যারাডোনা ফুটবলের দুই সম্রাট’ অন্যপ্রকাশ এনেছে ডা. মামুন আল-মাহতাব স্বপ্নীলের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং রাজনীতির এই সময়’ ঐতিহ্য এনেছে আল মাহমুদের ‘তোমাদের জন্য বই’ পাঠক সমাবেশ এনেছে ফয়জুল লতিফ চৌধুরীর ‘কার্ল মাক্সের সমাধিতে হুমায়ূন আহমেদ’ সময় প্রকাশনী এনেছে মোঃ হাবিল উদ্দিনের ‘সে কথা জানিবে না কেউ’ সুমির শারমিনের ‘কিশোর চোখে যুদ্ধ শেষে যুদ্ধের স্মৃতিচিহ্ন’ স্বরলিপি এনেছে মঞ্জু খন্দকারের ‘অতঃপর জীবন যেমন’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App