ফতুল্লায় বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

আগের সংবাদ

ঘাটাইলে আ.লীগের কমিটি, একাংশের বিক্ষোভ

পরের সংবাদ

সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৪:২১ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ঈশ্বরদী স্টেডিয়াম রোডের পাকশী দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সৈকত রহমান (৩৫)। ঈশ্বরদীর আলোবাগের গোলাম রসুলের ছেলে তিনি। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন সৈকত।

প্রত্যক্ষদর্শী ইমরান ও আরিফ জানান, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে বিদ্যুৎ প্রকল্পের দিকে আসছিলেন সৈকত রহমান। পথে সায়েনউদ্দিন মোড়ে করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক করিমন গাড়িটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়