রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটি মিরপুরের বড় পীরেরবাগ এলাকায় অবস্থিত।
নিহত দুজন হলেন রায়হান (১৮) ও রহিম (১৯)। তাদের পৈতৃক নিবাস দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ীর তেলিপাড়ায়। রায়হানের বাবার নাম আবু তাহের। রহিমের বাবা মোহাম্মদ ওবায়দুল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনটির ১০ তলা থেকে নিচে পড়ে যান রায়হান ও রহিম। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মরদেহ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।