বোয়ালমারীতে ফেন্সিডিলসহ মা গ্রেপ্তার, মেয়ে পলাতক

আগের সংবাদ

শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

চট্টগ্রামে তৌফিক-ই-এলাহী চৌধুরী

জুনে জাতীয় গ্রিডে যুক্ত হবে কয়লা বিদ্যুৎ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ৮:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী এস.এস. পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, এ এস. এস পাওয়ার প্ল্যান্ট চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদা মিটাতে অগ্রণী ভূমিকা পালন করবে। কয়লা বিদ্যুৎ চালু হওয়ার পর দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে। এস.এস. পাওয়ার প্ল্যান্টের (ইউনিট-১) এ উৎপাদিত বিদ্যুৎ আগামী ১ মে থেকে জাতীয় গ্রীডে সংযুক্ত হবে, ৩১ মে হবে কমিশনিং এবং ৩০ জুন থেকে পুরো দমে বিদ্যুৎ সরবরাহ হবে। (ইউনিট-২) বিদ্যুৎ কেন্দ্র থেকে ১ জুন ২০২৩ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাঝামাঝি সময়ে কমিশনিং হবে। জাতীয় গ্রীডে ৩১ জুলাই বিদ্যুৎ সরবরাহ করা হবে। ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২২৪ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশখালীর এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশে বিদ্যুৎ বিভাহেগ আমুল পরিবর্তন ঘটাবে। এ বিদ্যুৎ কেন্দ্র এলাকার মানুষের ভাগ্য বদলে দেবে বিদ্যুৎ ঘাটতি পূরণসহ মানুষের কর্মস্থান হবে।

কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ সম্মতভাবে সব কিছু করা হয়েছে। পরিবেশ ক্ষতিকর এমন কিছু অবস্থা সৃষ্টি হবে না আশা রাখি। পরে তিনি এস.এস. পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন প্রকৌশল বিভাগ, যান্ত্রিক বিভাগ, অফিস কক্ষ ও জেটি ঘাট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বাঁশখালী এস.এস. পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। ছবি: ভোরের কাগজ

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাঁশখালী গন্ডামারা এস.এস. পাওয়ার প্ল্যান্টে পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালীন উপদেষ্টাসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক পিজিসিবি গোলাম কিবরিয়া, এস.আলম পাওয়ার প্ল্যান্টের পরিচালক শহীদুল আলম, এস. আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও পরিচালক আবদু সামাদ লাভু, বিউবোর্ড ঢাকার চেয়ারম্যান দপ্তর চেয়ারম্যান গ্রেড-১ মো. মাহবুবুর রহমান, পিএস টু সচিব (উপসচিব), বিদ্যুৎ বিভাগ এবাদুল হক, মুক্তাদির আজিজ, পি.এস বিদ্যুৎ, শক্তি ও খনিজ সম্পদ বিষয়ক উপসচিব, সাইফুল ইসলাম আজাদ, এস.এস. পাওয়ার প্যান্টের ম্যানেজিং ডিরেক্টইর ট্যান ঝেলিং, পাওয়ার প্ল্যান্টের (সিএফও) মো. এবাদৎ হোসেন (এফসিএ) এস.এস. পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক দীপংকর মজুমদার, ডেপুটি প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জমান চৌধুরী, ও,সি কামাল উদ্দিন, পটিয়া পল্লী বিদ্যুৎ জিএম মো. আবু বক্কর ছিদ্দিকী, ডিজিএম কারিগরি আমজাদ হোসেন, বাঁশখালী পল্লী বিদ্যুৎ ডিজিএম রিশু কুমার ঘোষ প্রমুখ।

বাঁশখালী এস.এস. পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। ছবি: ভোরের কাগজ

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়