×

সারাদেশ

ফটিকছড়িতে অস্ত্রসহ পাহাড়ি ৫ সন্ত্রাসী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ পিএম

ফটিকছড়িতে অস্ত্রসহ পাহাড়ি ৫ সন্ত্রাসী আটক

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি-মানিকছড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচজন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নেতৃত্বে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বড়তলী এলাকায় জনৈক রমজান আলীর ঘর থেকে তাদের আটক করে।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে তিনটি মর্টার সেল, একটি একে-৪৭ রাইফেল, একটি এমএ-১, একটি পিস্তল, একটি এলজি, একটি ২২ রাইফেল। এসব অস্ত্র সীমান্ত এলাকার লিবারেশন পার্টি (স্বাধীনতা দল) নামে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর বলে ধারণা করছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App