×

আন্তর্জাতিক

তুরস্কে আবারো ভূ-কম্পন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য আনাতোলীয় অঞ্চলের নিগদে প্রদেশে পাঁচ দশমিক তিন মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক। ওই ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুরস্কের দুর্যোগ সংস্থা এএফএডি জানিয়েছে, আজ স্থানীয় সময় দুপুর একটা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোর জেলায় অনুভূত হওয়া ভূ-কম্পনের গভীরতা ছিল সাত কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে যেখানে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, সেখান থেকে বোর জেলা ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App