×

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে চীনা যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৮ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে চীনা যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে নেপাল সীমান্ত থেকে চীনা যুবক ওয়াং গৌজুনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার (গুপ্তচরবৃত্তি) অভিযোগে তাকে আটকের পর প্রথমে পাঁচদিন এবং পরে আরও চারদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন ভারতের আদালতের বিচারক।

ভারতের পুলিশ চীনা যুবকের কাছে থাকা মোবাইল ও ক্যামেরা জব্দ করতে এবং তার ব্যবহৃত ফটো অ্যাপের নিয়ন্ত্রণ নিতে আদালতের কাছে আবেদন জানিয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

গত ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরি এলাকার গৌরীফান্তা-নেপাল সীমান্ত থেকে সন্দেহভাজন হিসেবে ওয়াং গৌজুনকে আটক করে সীমান্ত বাহিনী ‘সশস্ত্র সীমা বল’।

প্রথমে ওই যুবক চীন থেকে থাইল্যান্ড যান। সেখান থেকে নেপাল হয়ে গত ১৪ ফেব্রুয়ারি সীমান্ত পথে বাসে চড়ে ভারতে প্রবেশ করেন তিনি। দিল্লির বহু জায়গায় ঘুরাঘুরি করেন এবং এই সময় কিছু স্পর্শকাতর স্থাপনায়ও যান। নেপাল ফেরার সময় তাকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App