×

সারাদেশ

কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ পিএম

কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

ছবি: ভোরের কাগজ

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৩ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ও ভেটেরিনারি হাসপাতাল কোম্পানীগঞ্জ সিলেটের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা,অতিথি বৃন্দের স্টল পরিদর্শন ও খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ লুতফুর রহমানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাভিদ হাসনাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আয়েশা আক্তার , ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম ,কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কৃষক ও খামারিরা।

ওই মেলায় ৫০টি স্টলে ১০০জন খামারী তাদের গবাদিপশু, বিভিন্ন প্রজাতির পাখি ও ঘোড়া প্রদর্শন করেন। এই মেলা শেষে বিজয়ী ১৫ জন খামারিকে নগদ ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App