×

সাহিত্য

অমর একুশে: নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৪ পিএম

অমর একুশে বইমেলার গতকাল ছিল ২৫ তম দিন এবং শেষ শিশু প্রহর। এদিন বাংলা একাডেমীর জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী মেলায় বই এসেছে ১৮৫ টি।

এর মধ্যে গল্পের বই ২৩টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ ১১টি, কবিতা ৬৬টি, গবেষণা ১টি, ছড়া ১০টি, শিশু সাহিত্য ৪টি, জীবনী ৭টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ২টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ১টি, ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৬টি, সায়েন্স ফিকশন ১টি, অন্যান্য ২০টি।

এর মধ্যে কথাপ্রকাশ এনেছে সনৎ কুমার সাহার ‘সম্পদে সংকটে’ অনন্যা এনেছে মোঃ জসিম উদ্দিনের ‘অলৌকিক নিষেধাজ্ঞা’ মুক্ত চিন্তা এনেছে প্রাণ কৃষ্ণ বিশ্বাসের ‘নারী এক শৈল্পিক প্রাণ’ কথাপ্রকাশ এনেছে ইমতিয়ার শামীমের ‘অন্ধপ্রদীপ শূন্য পানে’ চিরন্তন প্রকাশ এনেছে অনুপা মিত্রের ‘এক ফোটা জল’ কথাপ্রকাশ এনেছে ‘খয়েরী কৌটায় নীল বোতাম’ ঐতিহ্য এনেছে এডিএম রতনের ‘জলভরা চোখ’ বাঙালি এনেছে শাহনাজ শারমিনের ‘দৈত্য ও প্রিসিলা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App