×

আন্তর্জাতিক

অবসরের যেতে পারেন সোনিয়া গান্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩ পিএম

অবসরের যেতে পারেন সোনিয়া গান্ধি

সোনিয়া গান্ধি। ফাইল ছবি

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির ছত্তিশগড় প্রদেশের রায়পুরে দলীয় অধিবেশনে তিনি বলেন, ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই আমার যাত্রা শেষ হতে পারে। এই যাত্রা শেষই আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করবে। খবর ইন্ডিয়া টুডের।

সোনিয়া গান্ধির এ মন্তব্যের পরই ভারতের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, প্রকৃতপক্ষে এ মন্তব্যের মাধ্যমে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন সোনিয়া গান্ধী। আগামী বছরের লোকসভা নির্বাচনে সম্ভবত তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না। যদিও এ বিষয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।

রায়পুরের প্লেনারি অধিবেশনে ছেলে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেন সোনিয়া গান্ধি। গত বছরের সেপ্টেম্বরে কন্যাকুমারী তামিলনাড়ু থেকে শুরু হওয়া এ পদযাত্রা জানুয়ারিতে শেষ হয় জম্মু-কাশ্মীরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App