যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে শক্তিশালী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই তুষারঝড়ের ফলে বন্ধ হয়ে গেছে ৈঅ্যারিজোনা থেকে উইমিং পর্যন্ত আন্তঃপ্রাদেশিক মহাসড়ক।
পাশাপাশি, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পাওয়ার আউটেজ ডট ইউএস জানিয়েছে, দেশটির প্রায় দুই লাখ ৮০ হাজার স্থাপনায় বিদ্যুৎ নেই। এর মধ্যে প্রায় অর্ধেকই মিশিগানে। ওই অঙ্গরাজ্যে তুষার, বৃষ্টি ও তীব্র বাতাস প্রবাহিত হচ্ছে। খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের।
ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে গত কয়েক বছরের মধ্যে এই প্রথম দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করা হয়েছে।
পক্ষান্তরে, দেশটির কিছু কিছু জায়গায় এর উল্টো চিত্রই দেখা গেছে। মিডওয়েস্ট, মিড-আটলান্টিক ও সাউথইস্টে তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে।
স্কুল, অফিস ও আইন পরিষদ বন্ধ
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে এমন প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানকার স্কুল ও অফিস বন্ধ হয়ে গেছে। এমনকি মিনেসোটা অঙ্গরাজ্যের আইন পরিষদও বন্ধ করে দিতে হয়েছে। ভ্রমণ করা কষ্টকর হচ্ছে। ফ্লাইটএওয়্যার জানিয়েছে, এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ১৬ শতাধিক ফ্লাইট বাতিল হয়ে গেছে।
এসব ফ্লাইটের চার শতাধিক মিনিয়াপোলিস-সেইন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ বা সেখান থেকে উড্ডয়ন করার কথা ছিল। এছাড়া দেশব্যাপী পাঁচসহস্রাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।