মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬৫) নামের এক কৃষক খুন হয়েছেন। নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। ঘটনার পর ছেলে সুজন আলী (৩৩) পলাতক রয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন আফেল উদ্দীন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আফেল উদ্দীনের সাথে তার ছােট ছেলে সুজন আলী গরু বিক্রির টাকা চায়। বাবা টাকা না দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন দৌঁড়ে এসে দেখেন তার স্বামী মারা গেছেন।
স্থানীয় কয়েকজন জানান, হত্যাকারী সুজন কয়েক বছর আগে এলাকার এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী সংসার না করে বাবার বাড়িতে চলে যান। এ কারণে সুজন অনেক মানসিক বিপর্যস্ত ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার মহিবুল ইসলাম জানান, কি কারণে এমনটি করেছে এখনও বােঝা যায়নি। তবে ছেলে সুজন অনেকটা মানসিক বিপর্যস্ত ছিল।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। হত্যাকারীকে আটক করতে পুলিশি অভিযান তৎপর রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।