দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা সবাই ফেনী জেলার বাসিন্দা।
নিহতরা হলেন ইসমাইল হোসেন (৩৮), রাজু আহমেদ (৩৪), মো. মোস্তফা কামাল (৩৫), আবুল হোসেন (৩৫) ও তার ছেলে নাজিম হোসেন (১০)। এ দুর্ঘটনার খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতদের মধ্যে ইসমাইল হোসেনের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামে, আব্বাস ব্যাপারী বাড়ির শরীয়ত উল্লার ছেলে, রাজু আহমেদ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মিলনের ছেলে ও মোস্তফা কামাল একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিরাজ উল্লাহর ছেলে। এছাড়া, আবুল হোসেন (৩৫) ও তাঁর ছেলে নাজিম হোসেন (১০) সোনাগাজী উপজেলার দক্ষিণ চর মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।