×

জাতীয়

শাহজালালে পরিত্যাক্ত স্বর্ণের বার উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অভিযানে বিমানবন্দরের ১৭ নম্বর বে’র পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটের টয়লেটের মিররের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দণ্ডবস্তু পাওয়া যায়।

আরো জানা যায়, এরপর দণ্ড দুটি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দণ্ড দুটির ভেতরে লুকানো ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৬৪০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App