×

আন্তর্জাতিক

শান্তি আলোচনার আহ্বান জানালো চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯ এএম

শান্তি আলোচনার আহ্বান জানালো চীন

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর উপলক্ষ্যে দেশদুটির মধ্যে যুদ্ধবিরতি চায় চীন। ইউক্রেনের সংকটকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করতে চায় তারা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২টি পয়েন্টে শান্তি আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছে। খবর আল-জাজিরা।

এই পরিকল্পনায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে কথা বলা হয়েছে। বৈশ্বিক খাদ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে শস্য রপ্তানি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

শান্তি প্রস্তাবে সব দেশের ‘সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা কার্যকরভাবে নিশ্চিত করার’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘স্নায়ুযুদ্ধের মানসিকতার’ অবসানও চাইছে চীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App