×

সারাদেশ

মানিকগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ পিএম

মানিকগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সংখ্যালঘু স্বার্থবান্ধন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে মশাল মিছিল করেছে জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বাজার ব্রিজ থেকে মশাল মিছিল বের হয়। মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।

জেলা কমিটির সভাপতি কালি পদ ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা ঐক্য পরিষদের সহসভাপতি লক্ষ্মী চ্যাটার্জি, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা ঐক্য পরিষদের সাবেক সভাপতি গুরুদাশ রায়, সহসভাপতি এডওয়ার্ড জামান, বিমল ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার, সদস্য অধ্যক্ষ উর্মিলা রায়, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার তপু প্রমুখ। এ সময় বক্তারা ১৯৭২ সনের সংবিধান পুন:প্রতিষ্ঠাসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পতি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও আগামী নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App