×

জাতীয়

টেস্টের পার্থক্যে আস্থাহীনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ এএম

টেস্টের পার্থক্যে আস্থাহীনতা

অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব

স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেছেন, কিছু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের হাসপাতালগুলোতে উন্নত প্রযুক্তি এখনো আসেনি। তবে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব। ৯০ শতাংশ চিকিৎসা আমাদের এখানে দেয়া সম্ভব।

সম্প্রতি ভোরের কাগজকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তবে আমাদের ল্যাবগুলোতে টেস্টের পার্থক্য থাকে। সেক্ষেত্রে অনেক সময় আস্থাহীনতা তৈরি হয়। মানসম্মত চিকিৎসাসেবা দেয়া রাষ্ট্র বা সরকারের দায়িত্ব। মূল চিকিৎসা ব্যবস্থা হলো সরকারি, প্রাইভেট চিকিৎসা নয়। সরকার এখন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিএমএইচে নিচ্ছে। খুব অল্প মানুষ সেখানে চিকিৎসার সুযোগ পান। তাছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নিচ্ছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নিতে গেলে জনগণের মধ্যে অনাস্থা তৈরি হবেই। এই সমস্যা সমাধানে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত থাকতে হবে। রাষ্ট্রের এই জায়গাটাতে দুর্বলতা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App