ভারড়া ইউনিয়নে নৌকা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত

আগের সংবাদ

নির্বাচনী ইশতেহারের দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

পরের সংবাদ

আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ , ৭:০৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ , ৭:০৬ অপরাহ্ণ

বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ ফ্রেব্রুয়ারি) বিকালে আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করে তারা। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ক্বারী আক্কাচ আলী, মিঠাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম, হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানউল্লাহ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কুতুবউদ্দিন ফরিদী, চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ ও ইসলামী আন্দোলনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাকের আলী প্রমুখ।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়