×

সাহিত্য

অমর একুশে: নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ছিল অমর একুশে বইমেলার ২৩তম দিন। এ দিন নতুন বই এসেছে ৭৮টি।

এর মধ্যে গল্প ১২টি, উপন্যাস ৭টি, প্রবন্ধ ৬টি, কবিতা ৩২টি, ছড়া ২টি, জীবনী ৪টি, নাটক ৪টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, অনুবাদ ২টি, অন্যান্য ৫টি।

এর মধ্যে কথাপ্রকাশ এনেছে মাহবুব আজিজের ‘জল মহাল’, গ্রন্থকুটির এনেছে জ্যোতির্ময় সেনের ‘আলো চাই ভালো চাই’, অন্যপ্রকাশ এনেছে শেরনিয়াবাত আবুল বাশারের ‘অহর্নিশ প্রত্যাশা’ শ্রাবণ প্রকাশনী এনেছে শরাফত হোসেনের ‘নির্বাচিত উনপঞ্চাশ’ র‌্যামন পাবলিশার্স এনেছে বিপ্লব রঞ্জন সাহার ‘বিশ্বসেরা দশজন কবির কবিতা’ সময় প্রকাশন এনেছে সুমি শারমিনের ‘কিশোরী রেনু থেকে বঙ্গমাতা’ মুহম্মদ জাফর ইকবালের ‘ট্রিনিটি সিকোয়েন্স’ ইকরিমিকরি এনেছে কাকলি প্রধানের ‘মেঘ রাজকন্যা’ তুষার আবদুল্লার ‘তিলা ঘুঘু’ সালেক খোকনের ‘নদী মা’ ঐতিহ্য এনেছে সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ খসরু চৌধুরীর ‘দালান বাড়ি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App