স্কুল মাঠে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আগের সংবাদ

পাকিস্তানে বিলাসবহুল পণ্যে নিষেধাজ্ঞা

পরের সংবাদ

শিবগঞ্জে দুর্গা ও ব্রহ্মময়ী কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছত্রাজিতপুর দুর্গা ও ব্রহ্মময়ী কালী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সোনার বাংলা প্রতিষ্ঠাতা করেছেন। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ, হিংসা সৃষ্টি করা যাবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে ছত্রাজিতপুর সনাতন সংঘের সভাপতি রবীন্দ্রনাথ প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র সিংহের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুনাল মুখার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক প্রমুখ।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়