মেয়র কাপ উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি

আগের সংবাদ

সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ

পরের সংবাদ

শান্তিগঞ্জে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতবিনিময়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৭:০৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৭:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ শান্তিগঞ্জে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২২-২৩ অর্থ বছরের গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে মিলার, কৃষক, ভোক্তা ও ধান-চাল ব্যবসায়ীদের সাথে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মমতাজ উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মো. মাহবুবুর রহমান, সহযোগী গবেষণা পরিচালক মহিনুর ইসলাম, মিজানুর রহমান, হিল্লোল ভৌমিক ও গবেষণা কর্মকর্তা সালেহ আকরাম আখন্দ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস, খাদ্য পরিদর্শক অসিম কুমার তালুকদার, উপজেলা খাদ্য গোদামের ওসিলিটি বিউটন চক্রবর্তী, মিল মালিক জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, ডিলার রাখালসহ উপজেলার মিলার, ডিলার, ধান-চাল ব্যবসায়ী প্রমুখ।

এরআগে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শান্তিগঞ্জ আগমণ উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়