চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যা সারে ৭ টার দিকে রনহপুর পৌর এলাকার মহিলা কলেজের পার্শ্বে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলো উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. ফয়সাল রহমান (৩৮)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সারে ৭টার দিকে পৌর এলাকার গোলা মাঠের রাস্তা দিয়ে এক মহিলা রহনপুর বাজারের দিক আসছিলো। সে সময় তাপস জুয়েলার্সের সামনে ছিনতাইকারী ফয়সাল হেলমেট পরিহিত মোটরসাইকেল নিয়ে মহিলার ভ্যানিটি ব্যাগ টান দিলে মহিলার চিৎকারে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ আরো জানায়, আটক ফয়সাল পেশাদার ছিনতাইকারী। সে এলাকায় একাধিক ছিনতাই করেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।