×

জাতীয়

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৬ পিএম

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর

ছবি: সংগৃহীত

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। কৃষি কাজে মানুষ মাঠে যাচ্ছেন দেরিতে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে দিনাজপুর ও আশপাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।

জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, শীত বিদায় নেওয়ার আগে ঘন কুয়াশা নামা অস্বাভাবিক নয়। কিন্তু এবার এখন পর্যন্ত দিনাজপুরে বৃষ্টি হয়নি। যদিও অন্যবার শীতে দু-একবার বৃষ্টি হয়েছিল।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশ কিছুদিন ধরেই দিনাজপুরে গরম আবহাওয়া রয়েছে। আজ হঠাৎ ঘন কুয়াশায় রাস্তা দিয়ে চলাচল করতে সামনের কিছু দেখা যাচ্ছে না। মাঠঘাট কুয়াশায় ঢাকা পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App