×

সাহিত্য

অমর একুশে: নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৪ পিএম

অমর একুশে বইমেলার গতকাল ছিল ২২তম দিন। এ দিন বাংলা একাডেমির জনসংযোগ ও উপবিভাগের তথ্য মতে, মেলায় নতুন বই এসেছে ৬৪টি। এর মধ্যে গল্প ৪টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ১টি, প্রবন্ধ ১টি, কবিতা ১৮টি, গবেষণা ১টি ছড়া ৩টি, জীবনী ২টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, রাজনীতি ৩টি, স্বাস্থ্য ১টি, ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, সায়েন্স ফিকশন ২টি, অন্যান্য ৪টি। এর মধ্যে মিজান পাবলিশার্স এনেছে আনিসুল হকের ‘চার কিশোর গোয়েন্দা’, অজিত কুমার বড়ুয়ার ‘আমার দেখা মুক্তিযুদ্ধ ও কিছু অসম্পূর্ণ কাজ’, তুষার কান্তি বর্মনের ‘জামাই বউ’, পাঠক সমাবেশ এনেছে মাহবুব সাবেরের ‘বেলাড অফ রোহিঙ্গা’, স্বপ্ন ৭১ এনেছে রনজিৎ সরকারের ‘জয়শ্রীর জয়ধ্বনি’ কথাপ্রকাশ এনেছে মুহিত হাসানের ‘মুজতবা রঙ্গ’, ও জেসমিন আক্তারের ‘ব্যবচ্ছেদ’, ঐতিহ্য এনেছে শামসুজ্জামান খানের ‘ঢাকাইয়া ও গ্রাম বাংলার রসিকতা’, হাসান হামিদের ‘গোলাপী মাছ’ পিয়াস মজিদের ‘মারবেল ফলের মওসুম’ হাসান রোবায়েতের ‘ব্রিজ পেরোলেই অন্য ঋতুর দেশ’ সময় প্রকাশন এনেছে আহমদ রফিকের ‘ভারত পাকিস্তান বাংলাদেশ কথা’, হুমায়ুন কবিরের ‘হলুদ সাহিত্যের ছলচাতুরি ও অন্যান্য প্রবন্ধ’ উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App