মুক্তির ২৯ দিনের মাথায় বক্স অফিসে হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। সিনেমাটি বিশ্বব্যাপী এই আয় করেছে বলে জানিয়েছে প্রয়োজক প্রতিষ্ঠান। ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’ এর প্রতিবেদনেও এ তথ্যের সত্যতা পাওয়া যায়।
জানা যায়, ভারতে আয়ের দিক থেকে শীর্ষ হিন্দি ছবির তালিকায় পঞ্চম স্থানে এখন ‘পাঠান’। মুক্তির চতুর্থ সোমবার, পাঠান ভারতে ১.২৫ কোটি রুপি আয় করেছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ ভারতে প্রায় ৪৯৯ কোটি রুপি আয় করে। তবে শীর্ষে থাকা ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণের (৫১০ কোটি রুপি) কিছুটা পেছনেই থাকে পাঠান। চতুর্থ সপ্তাহান্তে সিনেমাটি হিন্দি বাজারে ১০ কোটি রুপি যোগ করে ।
এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ানের শেহজাদা এবং মার্ভেলের ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টুম্যানিয়া’ ভারতের বক্স অফিসে পাঠানের রাজত্ব টলাতে পারেনি।
যশ রাজ ফিল্মস পাঠানের বিশ্বব্যাপী আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। এক টুইট বার্তায় সিনেমাটি ৯৯৬ কোটি রুপি আয়ের তথ্য প্রকাশ করা হয়, যা সোমবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে। মঙ্গলবার আর বুধবার সিনেমাটি হাজার কোটি রুপি আয় ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টির উদ্দেশে যাত্রা করছে বলে মনে করছে প্রযোজক প্রতিষ্ঠান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।