×

সারাদেশ

৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ এএম

৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিআইডাব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন জানান, এ সময় নদী পরা-পারের অপেক্ষায় দুই প্রান্তেই অন্তত ২০০ যানবাহন আটকে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App