×

জাতীয়

মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম

মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাধীন রুশ জাহাজগুলো বাংলাদেশ বন্দরে ভিড়তে না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তাকে তলব করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে রাশিয়ার বলা হয়েছে, তারা বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে, বাংলাদেশের ওই পদক্ষেপ দুই দেশের ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের’ সঙ্গে মানানসই নয়। এছাড়া, তা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্রগুলোও রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App