×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির ভাষণে কী বার্তা দেবেন পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২২ পিএম

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির ভাষণে কী বার্তা দেবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ভাষণ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক ইউক্রেন সফরের একদিন পর পুতিন এ ভাষণ দিতে যাচ্ছেন। খবর রয়টার্সের। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বর্ষপূর্তিতে পুতিন কী বক্তব্য দেন, তা জানার জন্য বিশ্ববাসী উন্মুখ হয়ে আছে। সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে বাইডেন বলেন, এক বছর আগে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করেছিল, তখন ভেবেছিল পশ্চিমারা বিভক্ত, ইউক্রেন দুর্বল। ইউক্রেন তার স্বাধীনতা টিকিয়ে রাখতে যে মূল্য দিয়ে যাচ্ছে, তা সত্যি আশ্চর্যজনক। সামনে হয়তো তাদের আরও দুর্দিন আসতে পারে। কিস্তু আমরা ইউক্রেনের সঙ্গেই থাকব। বাইডেনের এ সফর সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন সফর করলেন। এটা আমাদের জন্য খুবই গৌরবের বিষয়। পুতিন মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App