×

সাহিত্য

অমর একুশে: নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম

অমর একুশে বইমেলার আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ছিল ২১তম দিন। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, এদিন মেলায় নতুন বই এসেছে ৩০৩টি।

এর মধ্যে গল্প ৪২টি, উপন্যাস ৩৪টি, প্রবন্ধ ১৬টি, কবিতা ৯৬টি, গবেষণা ১২টি, ছড়া ১২টি, শিশু সাহিত্য ৭টি, রচনাবলী ৪টি, মুক্তিযুদ্ধ ৭টি, নাটক ৫টি, বিজ্ঞান ৪টি, ইতিহাস ৬টি, রাজনীতি ২টি, স্বাস্থ্য ৩টি, বঙ্গবন্ধু ৩টি, ধাঁধা ১টি, ধর্মীয় ৬টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি সায়েন্স ফিকশন ২টি, অন্যান্য ২১টি।

এর মধ্যে আবিষ্কার প্রকাশনী এনেছে শ্যামল দত্তের ‘বিষধর সাপ ও তার বিষদাঁত’ আগামী প্রকাশনী এনেছে ফরিদা আক্তারের ‘বিকৃত বীজ’, ও মুসলিমা মুনের ‘স্বপ্ন লোকের নদী’, কবি প্রকাশনী এনেছে শাহ পারভিন আক্তারের ‘মনের অব্যক্ত কথা’, প্রকাশ এনেছে বিধান চন্দ্র দাসের বায়োএথিক্স তত্ত্ব: ইতিহাস এবং প্রয়োগ’, জোবায়দুল ইসলামের ‘প্রেমের ১০০ কবিতা’, সময় প্রকাশনী এনেছে আহমদ রফিকের ‘ফিরে দেখা অমর একুশ ও অন্যান্য ভাবনা’, মাদার্স অ্যাসোসিয়েশন এনেছে স্বরোচিষ সরকারের ‘বিশ শতকের মুক্তচিন্তা’, গ্রন্থ কুটির এনেছে এম জাহিদ চৌধুরী লিংকনের ‘মরা গাঙ্গে ভরা জোয়ার’, চৈতন্য এনেছে আশরাফুল ইসলামের ‘রহস্যময়ী’ উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App