নতুন করে তুরস্ক কেঁপে উঠলো ৩৩ বার

আগের সংবাদ

হজ পালনে ৪ শর্ত দিল সৌদি সরকার

পরের সংবাদ

হাথুরুসিংহে ঢাকায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৯:৪১ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৯:৪২ পূর্বাহ্ণ

তার আগমনের জন্য উন্মুখ হয়ে ছিলেন বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। অবশেষে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ঢাকায় আগমন ঘটলো।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন টিম বাংলাদেশের প্রধান কোচ। হাথুরু অস্ট্রেলিয়া থেকে এসেছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট টাইগারদের হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিটের কয়েক মিনিট আগেই রাজধানী ঢাকা এসে পৌঁছায়।

জানা গেছে, মঙ্গলবার না হয় বুধবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও নির্বাচকদের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠক করবেন হাথুরুসিংহে। তারপর ২৩ ফেব্রুয়ারি শেরে বাংলায় জাতীয় দলের ক্রিকেটরদের প্র্যাকটিস দেখবেন তিনি।

ধারণা করা হচ্ছে, ঢাকা পৌঁছানোর পর ক্রিকেটারদের সাথে বসে প্র্যাকটিস শুরুর দিন তারিখ ঠিক করবেন দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হয়ে আসা এ লঙ্কান।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়