ঈশ্বরদীতে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ

আগের সংবাদ

বিকালের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৪:৪০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৪:৪০ অপরাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ৷

মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় বরিশাল-৬ বাকেরগঞ্জের সংদস্য বেগম নাসরীন জাহান রত্মা। একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সর্ব প্রথম বাকেরগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা। এছাড়া বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান পুষ্পস্তবক অর্পন করেন।

ছবি: ভোরের কাগজ

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বিএনপির নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয়পার্টি ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। সকালে র‌্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি, চিত্রাংকন ও পুরস্কার বিতারণ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়