অমর একুশে বইমেলায় এবার প্রকাশিত হয়েছে জাহারা মিতুর লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’। চিত্রনায়িকার পাশাপাশি জাহারা মিতু একজন ভালো কবিও। তারই প্রমাণ বইমেলায় দিয়েছেন নিজের কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। বড় হতে হলে পড়তে হবে এবং আরো পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ারও কোনো বিকল্প নেই। বই হলো জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।’
মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা। জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন্সের ব্যানারে। আর এতে আছে শত কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।