ইরানের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হচ্ছে রুশদি হত্যায় অভিযুক্ত

আগের সংবাদ

জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের

পরের সংবাদ

ইমরানকে গ্রেপ্তারের প্রস্তুতি ছিল পুলিশের

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১০:৪০ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১০:৪০ অপরাহ্ণ

পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (২১ ফেব্রুয়ারি) পাক সংবাদমাধ্যম ডন জানায়, ইমরানকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। ৩ মার্চ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেপ্তারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে জানানো হয়। তবে ইমরানের গ্রেপ্তার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) বহু নেতাকর্মী।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়