×

সাহিত্য

২১ ফেব্রুয়ারি মানুষে মানুষে মহাসম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

ভাষার মাসে আয়োজিত অমর একুশে বইমেলার বড় প্রস্তুতি ও প্রত্যাশা থাকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। এদিন মেলা চত্বরের অদূরেই শহীদ মিনারের প্রভাত ফেরীর ঢল এসে আছড়ে পড়ে বইমেলায়। এতে সকাল থেকে গোটা মেলা চত্বর লোকে লোকারণ্য হয়ে পরে। আজ অমর একুশের প্রণম্য সেই দিনটি। যে দিনটির জন্য লেখক পাঠক প্রকাশকদের অধীর অপেক্ষা। এদিন বিক্রির পাশাপাশি মানুষে মানুষে ঘটবে মহাসম্মিলন। সাদা কালো বর্ণমালায় বিনম্র শ্রদ্ধা জানাবে শহীদদের। সোমবার (২০ ফেব্রুয়ারি) বইমেলার ২০তম দিনে পাঠক এবং বইপ্রেমীদের জমজমাট ভিড় দেখা না গেলেও পুরো মেলা জুড়েই ছিল একুশের চেতনায় উদ্ভাসিত। বিভিন্ন স্টলে ভাষা নিয়ে প্রকাশিত বই নিয়ে আসা হয়। লোক সমাগমের কথা চিন্তা করে মেলা প্রাঙ্গণে বাড়ানো হয় বাড়তি নিরাপত্তা। মঙ্গলবার সকাল আটটা থেকেই খুলে যাবে মেলার দ্বার। মেলা খোলা থাকবে রাত নয়টা পর্যন্ত। মেলায় কথা হলো কলকাতা থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা লেখক সিদ্ধার্থ সিংহর সঙ্গে। তিনি বলেন, ভাষার জন্য বাঙালি ছাড়া কেউ রক্ত দেয়নি। পৃথিবীর ইতিহাসে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অজানা শহীদদের এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। কথা হলো লেখক মীর লিয়াকতের সঙ্গে। তিনি জানান, সিলেটের সদ্যপ্রয়াত খ্যাতিমান সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতিজন অজয় পালের ‘অম্লমধুর স্মৃতিকথা’ নামে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। কিন্তু অজয় পাল তার প্রথম বইটি দেখে যেতে পারেননি। বইটি মেলায় আসার আগেই তার মৃত্যু হয়। অজয় পালের সুহৃদ মীর লিয়াকত জানান, কষ্টটা অনুভব করছি হৃদয়ে। অজয় পাল তার প্রকাশিত বইটি দেখে যেতে পারেননি। সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে তিনি না ফেরার দেশে চলে যান!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App