×

শিক্ষা

সময়মত পরীক্ষার রেজাল্ট প্রকাশ না করাও দুর্নীতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭ পিএম

সময়মত পরীক্ষার রেজাল্ট প্রকাশ না করাও দুর্নীতি

ছবি: ভোরের কাগজ

সঠিকভাবে ক্লাস না নেয়া ও পরীক্ষার রেজাল্ট সময়মত প্রকাশ না করাও এক ধরণের দুর্নীতি বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে দুর্নীতি দমন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেকাংশে সফলও হয়েছি। তবুও আমরা পুরোপুরি দুর্নীতি মুক্ত হতে পেরেছি কি না তা প্রশ্নবোধক। আমরা যতি সঠিকভাবে ক্লাস না নেই তবে সেটাও দুর্নীতি। পরীক্ষার রেজাল্ট সময়মত প্রকাশ না করাও দুর্নীতি। ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আর্থিক দুর্নীতি রোধে সোচ্চার রয়েছে’ উল্লেখ করে উপাচার্য আরো বলেন, গবেষণার ক্ষেত্রেও যাতে অনৈতিক চর্চা না হয় বা দুর্নীত না হয়, সে জন্য সে ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের উপর যতই চাপ আসুক দুর্নীতির কাছে মাথা নত করবো না। মৃত্যু একদিন আসবেই। মৃত্যু একবার হবে, বারবার হবে না। বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। মনে রাখতে হবে যারা দুর্নীতি করে সম্পদ অর্জন করে তারা তা ভোগ করার সুযোগ পায় না। তাদের ছেলে মেয়েরা তা ভোগ করে। তিনি নিজ নিজ দায়িত্ব পালন করে দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলে প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক মফিদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট উপ রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকগণ অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App