×

সারাদেশ

সংবর্ধনা পেয়ে আপ্লুত ভাষা সৈনিক মিয়া মতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৯ পিএম

সংবর্ধনা পেয়ে আপ্লুত ভাষা সৈনিক মিয়া মতিন

ছবি: ভোরের কাগজ

সংবর্ধনা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভাষা সৈনিক মিয়া আব্দুল মতিন। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক অন্যরকম আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য উপস্থিত অনির্ধারিত ‘গার্ড অব অনারের’ মাধ্যমে মিয়া মতিনকে বিদায় জানানোর সময় অনেকের চোখেই পানি চলে আসে।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই মিয়া মতিনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গবেষক জয়দুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি। সাংবাদিক আল-আমীন শাহীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা মিয়া মতিনকে স্বাগত জানান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। তিনি অনুষ্ঠানস্থলে ঢোকার সময়ও দরজায় দাঁড়িয়ে তাকে একইভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে দু’পাশে দাঁড়িয়ে ছিলেন আল-মামুন সরকারসহ অন্যান্যরা। এ সময় মিয়া মতিন সকলের সাথে কুশল বিনিময় করেন। মিয়া মতিন গাড়িতে উঠা পর্যন্ত সবাই দাঁড়িয়ে ছিলেন। কিছুদিন পর আর কোনো ভাষা সৈনিককে পাওয়া যাবে না- এমন আলোচনা করে অনেকেই নীরবে চোখের জল ফেলেন। মিয়া মতিনও তখন আপ্লুত হয়ে পড়েন।

মিয়া মতিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী গ্রামে। ভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলের নেতৃত্ব দেয়া মতিনকে ২৩ ফেব্রুয়ারি ধরে নিয়ে যায় পুলিশ। প্রায় দুই মাস তিনি জেল খাটেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App