×

সারাদেশ

শিবগঞ্জে অস্ত্র মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ পিএম

শিবগঞ্জে অস্ত্র মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় মজলু মিয়া (৫৫) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০১৭ সালের ১৩ নভেম্বর নিজ বাড়িতে বিজিবির হাতে ছয়টি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও একটি রামদাসহ গ্রেপ্তার হন মজলু। এ ঘটনায় ওইদিন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার মাসুদ হোসেন মজলু মিয়াকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক কামরুজ্জামান ২০১৭ সালের ৩০ নভেম্বর মজলু মিয়াকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App