×

সারাদেশ

গুরুদাসপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৯ পিএম

গুরুদাসপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

আবু তাহের (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে গুরুদাসপুর পৌর সদরের ফায়ার সার্ভিসের সামনে ওই হামলার ঘটনা ঘটে।

হামলার পর পরই শহরে পুলিশি টহল জোরদার করা হয়। আহত আবু তাহের পৌরসদরের চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লার সলেমান আলীর ছেলে। তিনি গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

হামলার ঘনটায় গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল গণি, নোহাস ও মামুন মোল্লা জানান, সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের পাশের পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রলীগ নেতা আবু তাহের। এ সময় তাহেরের ওপর অতর্কিতভাবে হামলা চালান তিনজন। তাদের হাতে হাতুরি, চাইনিজ কুড়াল এবং হাঁসুয়া ছিল। পরে তারা এগিয়ে গেলে হামলাকারীরা সিএনজিযোগে পালিয়ে যান।

হামলাকারী হেলাল সরদার (৩৫), শিশির সরদার (২৮) এবং সম্রাট (৩২)। হামলাকারীরা গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব হোসেন জানান, আহত আবু তাহেরের মাথার তিন জায়গায় আঘাত রয়েছে। বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। মাথায় আঘাত থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ছাত্রলীগ নেতা আবু তাহের জানান, সপ্তাহখানেক আগে একটি টেন্ডার নিয়ে বিএনপির কর্মী হেলালের সাথে তার বাকবিতণ্ডা হয়। ঘটনার পর থেকে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন হেলাল। হামলাকারীরা সবাই বিএনপির কর্মী।

গুরুদাসপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, ঘটনার পর থেকে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকায় হামলা পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App