৩ মামলায় নিপুণ রায়ের জামিন

আগের সংবাদ

হঠাৎ ইউক্রেনে বাইডেন

পরের সংবাদ

৪ ওষুধ দোকানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৫:৪৩ অপরাহ্ণ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে ৪টি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির কারণে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানে মেসার্স আয়েশা হোমিও হল, মেসার্স গাজী মেডিকেল হল, মেসার্স তানিশা মেডিকেল হল ও মেসার্স মজিবর মেডিকেল হলকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, বাকেরগঞ্জের কলসকাঠী বাজারে ওষুধের দোকানগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ড্রাগ আইনে এ অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়