চারণকবি বিজয় সরকারের ১২০তম জন্মবার্ষিকী আজ

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে

পরের সংবাদ

তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৪:৩১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৪:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ ফেব্রয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত জেলা প্রসাশক মাহ্ফুজুল আলম মাসুম।

আরো বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, সামছুল আলম রাজু, আলতাব হোসেন খন্দকার, ইকরামুল হক তালুকদার, আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব ইউপি উপ-সহকারী ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৯টি স্থানে ৪টি ধাপে মোট ১৫১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়