আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি নয়

আগের সংবাদ

গৌরীপুরে গণতান্ত্রিক ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

গৌরীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ

বিদ্যুতের খুটি স্থাপন নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক সজ্জাদুল হক নিহতের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর থানার এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহ জালাল অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম, মো. রুমান ও আবু কাউসার।

এর আগে নিহত কৃষক সজ্জাদুল হকের ছেলে আতাউর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামের শাহারিয়ার কবির শিমূলের বসত বাড়ির সামনে শিবপুর থেকে পাচাশি রাস্তার উপর পিডিবি‘র বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে বিবাদীদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল গংরা ক্ষিপ্ত হয়ে সাজ্জাদুলের উপর দেশীয় অস্ত্র রাম দা, লোহার রড, লাঠিসোটা দিয়ে উপর্যপুরি হামলা করে। তাদের হামলায় সাজ্জাদ গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মচিমহাতে পাঠানোর সময় রাস্তায় মারা যায়।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্হোত আছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়