গৌরীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

শেরপুরে প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

পরের সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন

গৌরীপুরে গণতান্ত্রিক ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৬:০৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৬:০৮ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষে গণতান্ত্রিক ঐক্য পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) গৌরীপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সিনেট নির্বাচনে গৌরীপুরের গণতান্ত্রিক ঐক্য পরিষদের সমন্বয়কারী ম. নূূরুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. এম অহিদুজ্জামান চান, নূূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।

ছবি: ভোরের কাগজ

অনুষ্ঠানে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী দৈনিক আজকের বাংলার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ ইকবাল মাহমুদ (বাবলু)।

এ সময় গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থীদের মধ্যে অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, এডভোকেট মোহাম্মদ শফিক উল্ল্যা, মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবলু, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. কামরুল হাসান, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক ড. শারমিন মূসা, অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান।

উল্লেখ্য, আগামী ১৪ মার্চ গৌরীপুর মহিলা কলেজ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়