প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ১০:১৮ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ১০:১৮ পূর্বাহ্ণ
ভোলার লালমোহন উপজেলায় এক তরুণের (ইকবাল) জাতীয় পরিচয়পত্রে তাহমিনা নামক এক নারীর ছবি ও স্বাক্ষর এসেছে। এ নিয়ে বিড়ম্বনা পোহাতে হচ্ছে ইকবালকে।
ভুক্তভোগী মো. ইকবাল বলেন, ‘জরুরি প্রয়োজনে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করি। কপি নামানোর পর দেখি সেখানে নাম-পরিচয় ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি দেওয়া।এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো দুর্ভোগে পড়েছি।’
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী বলেন, ‘ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।